শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরের হাবিপ্রবি ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ 

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের হাবিপ্রবি ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আশপাশের এলাকায়  লিফলেট বিতরণ করেছেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় দোকানি, পথচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে এ লিফলেট বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ক্যাম্পাসের আশপাশের এলাকায় জেলা ছাত্রদল, হাবিপ্রবি ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন রিসালাত ইসলাম সজীব।

লিফলেট বিতরণের সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আরে সালাত ইসলাম সজীব স্থানীয় দোকানি ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। 

লিফলেট বিতরণের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিরুল ইসলাম তুহিন, দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. নয়ন, ছাত্রদল হাবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সুমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

টিএইচ